ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
কিছু পোশাক কারখানা ছুটি হওয়ায় আগেভাগে পরিবারে সাথে ঈদের আনন্দ উপভোগ করতে রওনা হওয়ায় এ দুই মহাসড়কে যাত্রীর চাপ বাড়ছে। আজ দুপুরের পর সব কারখানা ছুটি হলে মহাসড়কগুলোয় আরও চাপ বাড়বে বলে মনে করেন যাত্রী ও পথচারীরা ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লেন এক মুখী করে দেয়ায় যানজট নেই । তবে দীর্ঘ সাড়িতে যানবাহন চলছে । এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় থেকে জয়দেবপুর রোডে ৫ কিলোমিটার এবং নবীনগর রোডে ৫ কিলোমিটার দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে ।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানজটমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।