সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১২:০২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যানজট

ছবি: রূপালী বাংলাদেশ

মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় পবিত্র উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে লাখো কোটি ঘরমুখী মানুষের যাত্রাপথে যানজটে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে।

সকাল সাড়ে ৭টা থেকে দেখা যায় প্রথম পর্যায়ে যানজট সৃষ্টির মুহূর্তের মধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের মেঘনা সেতু হতে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জ্যাম ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে যানজটও চরম আকার ধারণ করে। সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ যানজট থাকলেও এরপর ধীরে ধীরে গাড়ি তাদের গন্তব্যের উদ্দেশে ছুটতে শুরু করে। তবে এভাবে চলে আরও প্রায় দেড় ঘণ্টা। তখন গজারিয়ার মেঘনা সেতু হতে গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তায় থেমে থেমে জ্যামজট দৃশ্যমান হয়েছে। বেলা সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  যানজট পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ও গজারিয়া থানা পুলিশ যৌথভাবে বক্তব্যে জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নাড়ির টানে ঘরমুখী মানুষকে বিশেষভাবে সুরক্ষার চাদরে মোড়ানোর জন্য জেলা পুলিশের নির্দেশে মহাসড়কে একাধিক মোবাইল টিমসহ ১৩ কিলোমিটার রাস্তার ৯ স্পষ্টকে বিশেষ বিবেচনায় রেখে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে।

তারা জানায়, তেমন কোনো যানজট সৃষ্টি হয়নি। বিভিন্ন স্থানে যাত্রী উঠা নামার কারণে একটু ধীর গতিতে সকাল দিকে গাড়ি চলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  সব কিছু স্বাভাবিক হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আরবি/আবু

Link copied!