ঢাকা থেকে ছেড়ে আসা এমভি অথৈ-১ ভোররাতে ঘন কুয়াশায় নদীর চড়ে আটকে গেছে। ফলে শত শত ঘরমুখো যাত্রীরা পড়েছে চরম বিড়ম্বনায়। সবশেষ (বেলা সাড়ে ১১টা) খবর পাওয়া পর্যন্ত বরগুনায় পৌঁছেনি বরগুনাগামী লঞ্চটি।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেলার ৪০ কাহনিয়া লঞ্চ ঘাটের একটু সামনের মোড়ে রাত ৪টায় কুয়াশার জন্য অথৈ-১ এর প্রায় ৮০ ভাগ চরের ওপরে উঠে যায়।
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৭টায় এম ভি রয়েল ক্রুজ-২ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিয়ে বরগুনার পথে রয়েছে। লঞ্চের যাত্রী নিয়ে অতিরিক্ত বোঝাই হওয়ায় লঞ্চ খুব ধীর গতিতে চলছে বলে লঞ্চে থাকা যাত্রীদের অভিযোগ।
বরগুনা ঘাটের পরিচালক এনায়েত হোসেন জানান, গতকাল বিকেলে ঢাকা থেকে দুটি লঞ্চ এমভি অথৈ-১ এবং রয়েল ক্রুজ-২ বরগুনার উদ্দেশে রওনা দেয়। পথে ঘন কুয়াশায় এম অথৈ-১ আটকে পড়ে বিষখালী নদীর চড়ে। পড়ে আমাদের অন্য লঞ্চ ঘটনাস্থলে থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বরগুনার পথে রয়েছে।