টাঙ্গাইলে যমুনা সেতু এলাকায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। ফলে উত্তরের পথে এবার স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছে ঘরমুখো মানুষ।
শুক্রবার (২৮ মার্চ) যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও নেই কোনো যানজট।
এদিন সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাকোনা পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়কে যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলর পাশাপাশি রোদের মধ্যেও পণ্যবাহী ট্রাকে চড়ে পরিবার পরিজন নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।
যাত্রীরা জানান, এবার ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসতে তাদের তেমন কোনো যানজট বা ভোগান্তি পোহাতে হয় নাই। নির্ধারিত সময়েই চলে এসেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ জানান, সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও কোনো যানজট ও ভোগান্তি নেই। স্বস্তি নিয়েই মানুষ বাড়ি ফিরছে। মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ।
যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ সিংহভাগ শেষ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে খুলে দেয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়ামুখি সার্ভিস লেন। ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে।
আপনার মতামত লিখুন :