ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বাবাকে গলাকেটে হত্যা করল ছেলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৪:২৩ পিএম
আটক ছেলে সুলতান আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে বাবাকে দা দিয়ে গলাকেটে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। তবে ছেলে মানসিক বিকারগ্রস্ত বলে জানায় পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুদু মিয়া (৬০)। আটক ছেলে সুলতান আহমদ (৩৩)। তিনি মানসিক বিকারগ্রস্ত বলেও পরিবারের সদস্যরা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবাকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে ফেলেন সুলতান। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘ছেলেটি মানসিক বিকারগ্রস্ত। হঠাৎই তার বাবাকে ঘুমন্ত অবস্থায় গলায় কোপ দিয়ে কেটে ফেলে। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তে ছেলে খুন করেছে বলে প্রমাণ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।’