সোমবার, ৩১ মার্চ, ২০২৫

একটি ডিমের দাম ২২ হাজার টাকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

একটি ডিমের দাম ২২ হাজার টাকা

ছবি: সংগৃহীত

এটা রূপকথার গল্প নয়, অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। একটি ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) শবেকদর রাতে স্থানীয় দুই ব্যবসায়ী কাছে নিলামে ডিমটি বিক্রি করা হয়।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া মনের বাসনা পূরণে তার হাঁসের একটি ডিম মসজিদে অনুষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন। পরে ওই ডিম বিক্রির জন্য বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম ডাকা হয়।

শুরুতে ডিমটির দাম ১০০ টাকা হাঁকা হয়। পরবর্তীতে দাম বাড়তে বাড়তে ডিমটির দাম ওঠে ২২ হাজার টাকায়। এই দামে ডিমটি ক্রয় করেন একই ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

মসজিদের নামাজ পড়তে আসা একাধিক মুসল্লি জানান, নিলামে ডিম বিক্রয়ের পদ্ধতিটি উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে, ফলে সবার মাঝে একধরনের প্রতিযোগিতা দেখা যায়।
 

আরবি/জেডি

Link copied!