বগুড়া শাজাহানপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ভূমিহীন পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
শুক্রবার (২৮ মার্চ) উপজেলার ৯টি ইউনিয়নের ভূমিহীনদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে এনামুল হক শাহীন বলেন, অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এ আয়োজন।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউপি বিএনপির সভাপতি নূরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।