ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৩৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আকতারা বেগম (৪২) নামে চার কন্যা সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের খলিলের পরিত্যক্ত ভিটা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শান্ত মিয়াসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকতারা বেগম উপজেলার গাছবয়ড়া গ্রামের শান্ত মিয়ার স্ত্রী এবং চকপাড়া গ্রামের মৃত ছফর আলী মন্ডলের মেয়ে। তার চার কন্যা সন্তান রয়েছে। পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পুত্র সন্তান না হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর গাছবয়ড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে আকতারা বেগম নিখোঁজ হন। স্বামী ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরদিন সকালে তার বাবার বাড়ির পাশে খলিলের পরিত্যক্ত ভিটার একটি ছোট গাছে আকতারার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাস্থলে নিহতের মরদেহের অবস্থান, গাছের আকার এবং পায়ের মাটিতে স্পর্শ থাকার বিষয়টি সন্দেহের জন্ম দিয়েছে। স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ এবং পুত্র সন্তান না হওয়া নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসছে।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের পাশাপাশি জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।