ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আবুল কালাম ওরফে গদি কালাম গ্রেপ্তার হয়েছেন। প্রবাসী এক যুবককে উলঙ্গ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তার আবুল কালাম রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

জানা গেছে, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে প্রবাসী নাজমুল জমাদ্দারকে বিএনপি নেতা গদি কালাম ও তার সহযোগীরা ধরে নিয়ে একটি আবাসনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই রাখা এক নারীর পাশে তাকে বসিয়ে জোরপূর্বক কাপড় খুলিয়ে ভিডিও ধারণ করা হয় এবং মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়।

পরে ভুক্তভোগী নাজমুল কিছু টাকা দিলেও পুরো টাকা দিতে ব্যর্থ হলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা রানী বেগম ২৮ মার্চ পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন, যেখানে গদি কালামকে প্রধান আসামি করা হয়। মামলা দায়েরের পর রাত সাড়ে ৩টায় যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলায় অন্যান্য আসামিরা হলেন— মো. আরিফ, মো. লিটন, মো. জিসান, হাসিব পহলান, আব্দুর রাজ্জাক, বেল্লাল পহলান, মো. রাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, আবুল কালাম ওরফে গদি কালামের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ায় যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।