সোমবার, ৩১ মার্চ, ২০২৫

পরিচয় মিলল ১৪ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করা সেই তরুণীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:৩০ পিএম

পরিচয় মিলল ১৪ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করা সেই তরুণীর

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় ১৪ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা সেই তরুণীর পরিচয় মিলেছে। তার নাম ত্রিপলা ভদ্র একা (২০)।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক।

নিহত তরুণী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্রের মেয়ে।

তিনি ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, এদিন দুপুর সোয়া ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বনানী নামক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়।

ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা-যাওয়া করতেন। ধারণা করা হচ্ছে- প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে এই তরুণী লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।’

আরবি/জেডআর

Link copied!