সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঈদ শুভেচ্ছার পোস্টার সাটানো নিয়ে জামায়াত-বিএনপির সংর্ঘষ, আহত ৯

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:৫৬ এএম

ঈদ শুভেচ্ছার পোস্টার সাটানো নিয়ে জামায়াত-বিএনপির সংর্ঘষ, আহত ৯

ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদের ঈদ শুভেচ্ছার পোস্টার সাটানোকে কেন্দ্র করে পাঁচবিবিতে জামায়াত বিএনপির সংর্ঘষে ৯ জন আহত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে  ২৮ মার্চ বিকেলে উপজেলার শালাইপুর বাজারে কুসুম্বা  ইউনিয়ন জামায়াত  বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে।

সরেজমিনে গিয়ে একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন আগে ইসলামি ছাত্র শিবিরকর্মী শাহ পরান (২১) জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাইদের নির্বাচনী এলাকারকুয়াতপুর পুর্বপাড়া গ্রামের মসজিদের সামনে বাড়ির দেওয়ালে ঈদ শুভেচ্ছার পোস্টার সাটান।

উক্ত পোস্টার লাগানোকে কেন্দ্র করে ২৭ মার্চ বৃহস্পতিবার বিকেল  বিএনপি নেতা আব্দুল গফুর সমর্থিত জনৈক ইব্রাহিম হোসেনের সঙ্গে সে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ও ইব্রাহীম উক্ত পোস্টারে কাঁদা ও গোবর দিয়ে বিকৃত করে।

এ ঘটনায় জামায়াত সমর্থিতরা প্রতিবাদ করলে ঐদিন ইফতারের পরে বিএনপি  সমর্থিত ব্যক্তিরা লাঠি সোটা ও দেশিয় অস্ত্র নিয়ে গ্রামের জামায়াত শিবিরকর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও মারপিট করে। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং জামায়াত ও শিবিরের আহতদের হাসপাতালে পাঠান।

আহতরা হলেন-রজব আলী ( ৫৭) শাহাপরান (২০ ) আফজাল হোসেন (৫৫) শাহীন (২৪) গাউসুল (১৯)মুজাহিদ  (২৫) সিরাজুল (৫০) সাকাওয়াত (৫০) ও লাভলী বেগম  (৪০)।

উক্ত ঘটনায় ২৮ মার্চ বিকেলে  কুসুম্বা ইউনিয়ন জামায়াতের ডাকা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া, উপজেলা জামাতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার ও কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।

পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন পক্ষই অভিযোগ করেনি ।

আরবি/জেডআর

Link copied!