মাদারীপুরে এমএ পাস সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে পুরান বাজার রুচিতা খাবার ঘরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক অ্যাড. আবুল হাসান সোহেল, এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক
জহিরুল ইসলাম খান, বৈশাখী টিভির সাংবাদিক নিত্যানন্দ হালদার, ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বেলাল রিজভী, চ্যানেল ২৪ এর সাংবাদিক সাগর হোসেন তামিম, সময় টিভির স্ট্যাফ
রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, মাই টিভির মাসুদুর রহমান সরদার, কালবেলার সাংবাদিক কে. এম রাশেদ, দৈনিক রূপালী বাংলাদেশের সাংবাদিক মো. ইমদাদুল হক মিলন, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডুসহ অন্যরা।
এ সময় মাহবুবর রহমান বাদল বলেন, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনমনে নানা রকমের বিভ্রান্তিমূলক প্রশ্ন দেখা দেওয়ায় মূলত এম.এ পাস সাংবাদিক ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।
এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে উচ্চ শিক্ষিত সাংবাদিকদের সমন্বয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এমএ পাস সাংবাদিক ক্লাবের যাত্রা শুরু হয়।
তিনি বলেন, কেউ যাতে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি করতে না পারে সে লক্ষ্যে আমরা সোচ্চার আছি। আগামীতে জেলার সব মাস্টার্স পাস সাংবাদিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক ও অত্র ক্লাবের সদস্য এসএম আরাফাত হাসান।