গাজীপুর মহানগরীর পূবাইল প্রেসক্লাবের উদ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় পুবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শতাধিক গরিব-দুঃখী প্রতিবন্ধীর মাঝে পূবাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার দেয়া হয়।
পূবাইল প্রেসক্লাব সদস্যরা বলেন, আমাদের এই মহতী উদ্যোগ ভবিষ্যতে যেন আরও ব্যাপকভাবে চলমান রাখতে দেশবাসীর দোয়া চেয়েছেন। ভালো কাজের পক্ষে পূবাইল প্রেসক্লাব সবার সাথে, সর্বত্র অবিরাম অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন-পূবাইল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর মহানগর প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির টঙ্গী প্রতিনিধি মো. তাওহীদ কবির, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের পূবাইল প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির পূবাইল প্রতিনিধি মো. জুয়েল পাঠান, দপ্তর
সম্পাদক ও দৈনিক সময়ের কথার প্রতিনিধি মো. রিয়াজ খান, সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশের পূবাইল প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবরের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. আরিফ শেখ, দৈনিক জবাবদিহির পূবাইল প্রতিনিধি মো. রাজু হোসেনসহ আরও অনেকে।