মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

শোলাকিয়ায় ৪ স্তরের নিরাপত্তা, জামাত শুরু সকাল ১০টায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০২:৪১ পিএম

শোলাকিয়ায় ৪ স্তরের নিরাপত্তা, জামাত শুরু সকাল ১০টায়

ছবি: রূপালী বাংলাদেশ

১৯৮তম ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার পূর্বের চেয়ে আরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে শোলাকিয়া ঈদগাহ ময়দান। মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি।

সকাল ১০টায় শুরু হবে পবিত্র ঈদুল ফিতরের জামাত। দীর্ঘ ১৫ বছর পর এবার জামায়াতে ইমামতি করবেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ইমামতি হারানো ইমাম কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তার স্বার্থে ঈদ জামায়াতে টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা।

শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানের সর্বশেষ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল ইসলাম ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, ঈদুল ফিতরের ১৯৮তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। শোলাকিয়া ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারের ঈদের জামাতে টুপি ও জায়নামাজ এবং মোবাইল ফোন ছাড়া আর কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না আগত মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে ছাতা নিয়েও মাঠে প্রবেশ করতে পারবেন না।

মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, ২০১৬ সাল থেকে আমরা সব সময় বাড়তি ব্যবস্থা গ্রহণ করে থাকি ও করছি। এবারও পূর্বের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাই আমরা কিছু বাড়তি আয়োজন করেছি। এর মধ্যে ময়দানকে লক্ষ্য করে চার স্তরের বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে ১১০০ পুলিশ সদস্য নিরাপত্তায় কাজে নিয়োজিত থাকবে। বিশেষ নিরাপত্তার জন্য বিল্ডিংয়ের ছাদে স্পেশাল রুফটপের ব্যবস্থা থাকবে। প্রতিটি মানুষ যখন ঈদগাহ ময়দানে আসবেন পুলিশের চারটি স্থাপনা পেরিয়ে আসতে হবে। সেটি চেকপোস্ট হোক বা পিকেট হোক।

তিনি বলেন, আবার কোথাও কোথাও পাঁচ থেকে ছয়টি স্থাপনা পেরিয়ে ঈদগাহ ময়দানে আসতে হবে। ময়দানে ছয়টি ওয়াচ টাওয়ার রয়েছে, তার মধ্যে র‌্যাব দুটি আর পুলিশ চারটি ব্যবহার করবে। ময়দানে চারটি ড্রোন ক্যামেরা ও ছয়টি মাইনো কোলারসহ ভিডিও ক্যামেরা থাকবে।

এ ছাড়াও পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। মানুষ যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে তাই আমাদের এই আয়োজন। এখানে ফায়ার সার্ভিস কাজ করবে। ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে। পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে। সুইপিং করা হবে। বোম ডিসপোজাল টিম ঢাকা থেকে আসবে। মাঠের নিরাপত্তার জন্য পাঁচ প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। আমরা কোনো হুমকি মনে করছি না।

ময়মনসিংহ র‍্যাব-১৪‍‍`র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল ইসলাম জানান, স্নাইপার, ড্রোন ক্যামেরা, দুটি ওয়াচ টাওয়ার মাধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে র‍্যাব সদস্য পোশাকে ও সাদা পোশাকে মোতায়ন থাকবে। কোন থ্রেট নেই।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম জানান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঈদুল ফিতরের নামাজ যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, তাই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। ধারণা করছি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবার সর্বোচ্চ সংকট মুসল্লিারা শোলাকিয়া ঈদ জামাতে অংশগ্রহণ করবেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া বলেন, মাঠের রং করা থেকে শুরু করে মুসল্লিদের অজু ও গোসলের সকল ব্যবস্থা করা হয়েছে।

আরবি/এসআর

Link copied!