ভোলার চরফ্যাশনে প্যারালাইসেসে আক্রান্ত হয়ে পঙ্গু মো. মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের মসজিদের ছাদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে কতুবগঞ্জ বাজার জামে মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের ভাষ্য শুক্রবার রাতে তারাবির নামাজে গিয়ে বাড়ি ফেরননি তিনি। শনিবার সকালে মসজিদের ছাদে মিললো তার মরদেহ। তবে মৃত্যুর কারন জানেনা কেউ।
নিহতের স্ত্রী নুরজাহান জানান, তার স্বামী দীর্ঘ ১০ বছর ব্রেইন স্টক করে প্যারালাইসেসে আক্রান্ত ছিলেন। তার এক হাত এক পা অপস ছিলো। তিনি মোটামুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করতেন। তিনি মাঝে মধ্যে নামাজ পড়তে গিয়ে পরদিন সকালে বাড়িতে আসতেন। শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি এশারের নামাজ পড়ে মসজিদে যান। ওই রাতে তিনি আর বাড়ি ফিরে আসনেনি। ধারনা ছিলো তিনি মসজিদেই ঘুমিয়ে আছেন সকালে ফিরে আসবেন। কিন্তু সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পান মসজিদের ছাদে ঝুলে আছে স্বামীর মরদেহ। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা আমার জানা নাই।
নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, বাবা প্রায় পঙ্গুত্ব হয়ে ১০ বছর খুঁড়িয়ে চলাফেরা করতেন। শুক্রবার এশারের নামাজ পড়তে গিয়ে বাড়ি ফেরেনি বাবা। সকালে স্থানীয়দের কাছে খবর পান মসজিদের ছাদের পিলারের সঙ্গে ঝুলে আছে বাবার মরদেহ।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর আসল কারন নির্ণয় করার জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :