ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

বটগাছের ভেতর থেকে বেরিয়ে এলো ত্রিশূল-হাত!

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৪:০৫ পিএম
বটগাছের ভেতর থেকে বেরিয়ে এলো ত্রিশূল-হাত!
ছবি : ভিডিও থেকে নেওয়া

প্রায় দুই শত বছরের পুরনো একটি বটগাছের কাণ্ড চিড়ে বেরিয়ে এসেছে ত্রিশূলযুক্ত একটি হাত। ভুট্টাখেতে শিয়াল তাড়াতে গিয়ে স্থানীয়রা বিষয়টি টের পান। তাদের দাবি, হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার বুড়িখোড়া নদীর পাশে ধুরধুরির পাড় এলাকার।

খবরটি ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের এলাকা থেকে হাতটি দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। বিশেষ করে সনাতন ধর্মালম্বীর মানুষরা সেখানে এরই মধ্যে পূজা-অর্চনা শুরু করেছেন।

জানা যায়, বেরিয়ে আসা হাতটি কৃষ্ণ পাথরের। হাতটির আঙুলের নখগুলো সাদা রঙের। যা পাথর বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ত্রিশূল রয়েছে। বটগাছের শেকড়ের একটু উপরের অংশ থেকে হাতটি বেরিয়ে এসেছে।

স্থানীয় সনাতন ধর্মালম্বীদের দাবি, এই স্থানটি একসময়ে সন্ন্যাসীদের তীর্থভূমি ছিল। তবে কোনো এক কারণে তারা স্থানটি ত্যাগ করে অন্যত্র চলে গেছেন।

কমল নামে এক কৃষক ভুট্টাখেতে শিয়াল তাড়াতে এসে প্রথমে হাতটি দেখতে পান বলে দাবি করেন। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে তিনি ভুট্টাখেতে গেলে হাতটি দেখতে পান। পরে অন্যদের বিষয়টি জানান।