ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মাছ ধরাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৪:৫১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীমান্তবর্তী জলাশয়ে মাছ ধরতে গিয়ে দুই দেশের জেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের লোকজন জড়ো হতে থাকে।

স্থানীয়রা জানান, এ ধরনের পরিস্থিতি আগে কখনও ঘটেনি তারা সংঘর্ষের আশঙ্কা করছেন। এতে এক বাংলাদেশি আহত হয়েছেন। 

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিজিবির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে তবে পুনরায় উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য দুই দেশের নাগরিকদের মধ্যে বোঝাপড়া ও সমঝোতা বৃদ্ধি করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।