মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

সাঁওতালদের তীর ধনুক প্রতিযোগিতা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:৪৪ পিএম

সাঁওতালদের তীর ধনুক প্রতিযোগিতা

ছবি: রূপালী বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধার বাগদাফার্মের শহীদ শ্যামল মঙ্গল রমেশ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো বিশাল এক তীর ধনুক প্রতিযোগিতা। আয়োজনে ছিল আদিবাসী সাঁওতালদের ঐতিহ্যবাহী সংস্কৃতি- যা সাঁওতাল জনগণের স্বাধীনতা সংগ্রাম এবং তাদের ইতিহাসকে তুলে ধরে।
প্রতিযোগিতার আয়োজন করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদসহ অন্যান্য সংগঠন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা আদিবাসী ডা. ফিলিমন বাস্কে । 

বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌড় পাহাড়ি, প্রিসিলা মুরমু, ব্রিটিশ সরেন, সুফল হেমরম, বার্ণাবাস টুডু, সুচিত্রা মুরমু তৃষ্ণা, মইনুল, স্বপন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সাঁওতালদের ঐতিহ্য, স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের আদিবাসীরা শান্তিপ্রিয় মানুষ। তারা স্বাধীনভাবে বাঁচতে চায় এবং তাদের নিজ ভূমি ফেরতের জন্য সরকারের কাছে দাবি জানায়। তাঁরা সাঁওতাল হত্যা মামলার বিচার দাবি করেছেন এবং আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিযোগিতাটি ছিল আদিবাসী সমাজের ঐতিহ্য এবং সংস্কৃতির এক অনন্য প্রদর্শন, যেখানে সাঁওতাল জনগণের তীর ধনুক চালানোর কৌশল এবং সংগ্রামী ইতিহাস প্রদর্শিত হয়।
এতে অংশগ্রহণকারী এবং দর্শকরা একযোগে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং নিজেদের অধিকার আদায়ের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা নেন।

এই আয়োজন সাঁওতালদের ঐতিহ্য এবং তাদের সংগ্রামী ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরবি/আবু

Link copied!