মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ঈদের আগে শ্রমিক ছাঁটাই, গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:৫০ পিএম

ঈদের আগে শ্রমিক ছাঁটাই, গাজীপুরে মহাসড়ক অবরোধ

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকায় একটি কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে চাকরিচ্যুতরা।

শনিবার সকালে স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন কারখানা শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন বলে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ছাঁটাইয়ের প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা শনিবার সকালে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।

এ সময় প্রায় আধাঘন্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ওই কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “যতটুকু জানতে পেরেছি, ১০১ জনকে চাকরিচ্যুত করা হয়। এ খবর পাওয়ার পর শ্রমিকরা বিক্ষোভ করে সড়কে নামেন। পরে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”

আরবি/আবু

Link copied!