পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়ে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার পদত্যাগ ও জুতার মালা পরিহিত কুশপুত্তলিকা দাহ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সচেতন ছাত্র-জনতা, রাঙামাটি পার্বত্য জেলা।
রাঙামাটি পৌরসভা চত্বরের সামনে গতকাল শনিবার সকাল ১১টার দিকে রাঙামাটির বৈষম্যের শিকার বাঙালিসহ পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বয়ে এক বিক্ষোভ মিছিল পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বনরূপাস্থ সিএনজি চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার পদত্যাগ ও তার কুশপুত্তলিকা দাহ করে, জুতা নিক্ষেপ করেছে সচেতন ছাত্র-জনতা রাঙামাটি পার্বত্য জেলার ব্যানারে বিভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাঙামাটি জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন, এতে আরো বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন, নাগরিক সমাজের প্রতিনিধি শ্যামল বড়ুয়া। এছাড়াও এনসিপির নেতৃবৃন্দ, বড়ুয়া নেতৃবৃন্দ, মারমা নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ এর শিক্ষার্থী মোঃ শওকত হোসেন, মোঃ খলিলুর রহমান, মহিউদ্দিন নুহাশ, ইসমাঈল গাজী, মোঃ আরিফুল ইসলাম, রাঙামাটি পৌর পারভেজ মোশাররফ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম রনি, রিয়াজুল ইসলাম বাবুসহ আরো অনেকে।