ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

৫০০ পরিবার পেল লিম ফাউন্ডেশনের ঈদ উপহার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৯:৫২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সুবিধাবঞ্চিত ও অসহায় ৫০০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা লিম ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার (২৯ মার্চ) ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
পৌর এলাকার মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কর্মহীন পরিবারগুলোর মাঝে ঈদে ভালোবাসার উপহারস্বরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। পাশাপাশি অসহায় পরিবারের জন্য এদের খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। 

লিম ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য সাজ্জাদুর রহমান সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভ ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা মো: সেলিম, মো: আজম খান, সৈয়দ মোহাম্মদ মাসুদ, মাও আলি হোসেন ও স্বেচ্ছাসেবকরা।

ফাউন্ডেশনের উপদেষ্টা মাও আলি হোসেন বলেন, “প্রতিবছরের মতো এবারও ৫০০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় আমাদের সামর্থ্য সীমিত। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে আরও বেশি দুস্থ পরিবার ঈদের আনন্দে শামিল হতে পারে।”

প্রতিষ্ঠার পর থেকে লিম ফাউন্ডেশন বাংলাদেশ নিয়মিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।