মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

সৌদির সঙ্গে মিল রেখে মোংলায় ঈদ উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১১:২২ এএম

সৌদির সঙ্গে মিল রেখে মোংলায় ঈদ উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন মুসল্লিরা।

শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দীর্ঘ ১০/১২ বছর ধরে চটেরহাট এলাকায় ঈদ উদযাপন করে আসছেন তারা। সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন।

চটেরহাট বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইয়াছিন শেখ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছি। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা হয়।

আরবি/এসআর

Link copied!