নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২৩টি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।
রোববার (৩০ মার্চ) সকাল নয় ঘটিকায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গিরদান পশ্চিম পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন দুই শতাধিক পরিবারের লোকজন।
জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মাওলানা ফারুক।
তিনি বলেন, কোন দেশকে ফলো করে নয়, সহিহ হাদিসকে মেনে আজ ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০ বছর যাবত ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছি। ঈদের নামাজ শেষে একে অপরকে মিষ্টি খাইয়ে ইসলামি ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা গেছে।
বাংলাবাজার ছাড়া অন্য যেসব স্থানে ঈদের জামাত আদায় করা হয়েছে- সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষীণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড় বাড়ি, পূর্ব গজারিয়াপাড়া, বারদী ইউনিয়নে চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নে আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া, শামপুর কলতাপাড়া।