মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

আলু কিনতে গিয়ে বাগবিতণ্ডা, ক্রেতাকে পিটিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৬:৫৬ পিএম

আলু কিনতে গিয়ে বাগবিতণ্ডা, ক্রেতাকে পিটিয়ে হত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় আব্দুল্লাহ আল-মামুন (৫০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লক্ষীপাশা চৌরাস্তার সবজি বিক্রেতা ইদ্রিস বিরুদ্ধে।

রোববার (৩০ মার্চ) বিকেল চারটার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা সবজি বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

নিহত আব্দুলাহ আল-মামুন লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস মিয়া একই উপজেলার গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামে ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। পরে আলুর দাম নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান জানান, ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরবি/জেডি

Link copied!