ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার তিন বাংলাদেশি নারী দুই বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।
রোববার (৩০ মার্চ) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা নারীরা হলেন- ঢাকা জেলার কদমতলির সানজিদা আক্তার সিরাবনি (১৬), নারায়ণগঞ্জ জেলার নুরুল ইসলামের মেয়ে লাজু আক্তার (২৭) এবং একই জেলার দেবুল মিয়ার মেয়ে চাঁদনি আক্তার (২৬)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আনুষ্ঠানিকতা শেষে নারীদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এর হাতে তাদের হস্তান্তর করা হবে। তাদের অভিভাবকদের কাছে পৌছে দিতে ও আইনি সহায়তা দিতে এ সংস্থাটি কাজ করে থাকে।
সংস্থাটির এসইএফ বুলকি বালা জানান, পাচারকারীদের প্রলোভনে পড়ে এসব নারী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যান। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ
করে। ভারতীয় মানবাধিকার সংস্থা ‘পিজোলা’ তাদের মুক্ত কর শেল্টার হোমে আশ্রয় দেয়। দুই দেশের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান। #