বরগুনায় যথাযথ মর্যাদায় উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে।
ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে রাষ্ট্রের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বরগুনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ হাজার হাজার মুসুল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।
ঈদের জামাতের মুসুল্লিদের শান্তি পূর্ণ ইবাদত করার জন্য বরগুনা পৌরসভা সকল আয়োজন করে।
নামাজের ইমামতি করেন সদরঘাট জামে মসজিদ খতিব মাওলানা গোলাম মাওলা।