ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের মকুন্দুপুর তোফায়েল নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা, মালামালসহ প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মকুন্দুপুর তোফায়েল নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, ধারণা করা যাচ্ছে কাপড়ের দোকানের আইরনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে কাজী মনিরুল ইসলামের ফার্মেসি, লোকমান টেইলার্স, কালু টেইলার্স, জাহাঙ্গীর ফার্মেসি, আবু জাহেরের মুদি দোকান ও একটি সবজির দোকানসহ মোট ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, ওই অগ্নিকাণ্ডে ৬টি দোকান ঘর পুড়ে মোট প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফার্মেসি দোকানদার কাজী মনিরুল ইসলাম বলেন, ‘আমার দোকানে থাকা মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার আর কিছুই রইল না।’
অপর ক্ষতিগ্রস্ত মুদি দোকান মালিক আবু জাহের বলেন, রাত ২টা পর্যন্ত দোকানে ছিলাম। বেচাকেনা করে নগদ ২ লাখ টাকা রেখে বাড়ি আসি। সকালে ঈদের নামাজের সালাম ফেরাতেই খবর পেলাম দোকানে আগুন লেগেছে। সেখানে গিয়ে দেখি কিছুই নেই সব পুড়ে ছাই। স্টোর রুম ও দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। মালামাল ও টাকাসহ প্রায় ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।