বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ঈদগাহে টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৯

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৪:৫৯ পিএম

ঈদগাহে টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৯

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ঈদগাহ মাঠে টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধাওয়া পাল্ট- ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন - ওই এলাকার বদর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৬), করিমের ছেলে মুনহর শেখ (৫৫) সিজারত (৪৩), মনজু আলীর ছেলে কলম আলী (৩৮), মনছুর শেখের ছেলে আলম হোসেন (৩০), জিয়া শেখের ছেলে জিহাদ শেখ (১৮), মুজাহিদের ছেলে সাবিদ সাহা, আবু দাউদের ছেলে আমিরুল ইসলাম (৫০) ও তার ছেলে বাধন শেখ (২১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠের পরিচালনা পরিষদের কমিটি নেই। আজ সকাল ৮ টা ৪৫ মিনিটে ঈদের নামাজ পড়ান মাওলানা সুরুজ আলী। নামাজ শেষে ঘোষণা তিনি দেন এবার কোনো মসজিদের নামে টাকা আদায় করা যাবে না।

হুজুরের কথা অমান্য করে স্থানীয় আ.লীগের নেতা আলী রেজা তার লোকজন দিয়ে টাকা আদায় শুরু করেন। আর তাদের টাকা আদায়ে বাধা দেয় বিএনপির সমর্থক ফারুক হোসেন ও তার লোকজন।

এ নিয়ে ধাক্কাধাক্কির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে চলে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।

এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

অভিযোগ অস্বীকার করে আলী রেজা মুঠোফোনে বলেন, মসজিদের টাকা তোলার অপরাধে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে। এতে আমাদের দুই তিনজন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ঈদের মাঠে টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডি

Link copied!