সুনামগঞ্জের সীমান্তবর্তী দুয়ারাবাজার এলাকায় একটি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভারতীয় যুবক সারভেস মারাখ (২৮) মারা গেছেন।
সোমবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে দোয়াবাজার সদর ইউনিয়নের টেবলাই গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সারভেস মারাখ ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা গবিন মারাখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারভেস মারাখ মাছ ধরার জন্য অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তিনি যেই ঝিরিতে মাছ ধরছিলেন সেখানে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। যা স্থানীয় কৃষক বশির আহমেদ তৈরি করেছিলেন।
এই ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান সারভেস মারাখ।
দোয়ারাবাজার থানার ওসি সামছ উদ্দিন বলেন, ‘ভারতীয় নাগরিক সারভেস মারাখ মাছ ধরার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। পরে ইঁদুর মারার ফাঁদে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’