পবিত্র ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন, এবং আহত হয়েছেন আরও ২৩ জন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, পিরোজপুর, গাজীপুর ও চট্টগ্রামে বিভিন্ন দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার (৩১ মার্চ) আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধির পাঠানোর খবর-
কিশোরগঞ্জ (কুলিয়ারচর):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শামীম মিয়া (২৫) এবং আল আমিন (২৭)। দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন আহত ব্যক্তি মৃত্যুবরণ করেন।
বগুড়া (শেরপুর):
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনাগুলো শেরপুরের বিভিন্ন এলাকায় ঘটেছে। নিহতরা হলেন অলোক সরকার (২০), শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা (৩)। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন।
নওগাঁ (সাপাহার):
নওগাঁর সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু আহত হয়েছেন। দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে, ফলে শাহিন ঘটনাস্থলেই মারা যান।
পিরোজপুর :
পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী মিম আক্তার আহত হয়েছেন। এটি ঘটেছিল দুপুর ২টার দিকে উপজেলার ইন্দুরকানী-চণ্ডিপুর সড়কের ফকির বাড়ি এলাকায়।
গাইবান্ধা:
গাইবান্ধায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর:
গাজীপুরে বাসচাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম (লোহাগাড়া):
চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের সকালে বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। দুর্ঘটনা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় ঘটেছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
আপনার মতামত লিখুন :