বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ভোলায় চিত্রা হরিণ উদ্ধার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১২:৫২ পিএম

ভোলায় চিত্রা হরিণ উদ্ধার

ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনের মেঘনা নদী তীরবর্তী হাসান নগর ইউনিয়ন থেকে অসুস্থ অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে নৌপুলিশ।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ মেম্বারের খামারের পাশ থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে তা বন বিভাগের কাছে  হস্তান্তর করে পুলিশ।

নৌপুলিশ ও বন বিভাগের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় ফিরোজ মেম্বারের খামারের পাশে স্থানীয়রা হরিণটি ঘোরাফেরা করতে দেখতে পান। পরে তারা কয়েকজন মিলে হরিণটি আটক করে বোরহানউদ্দিন নৌপুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন বলেন, স্থানীয়রা চিত্রা হরিণটি আটক করে খবর দিলে উদ্ধার করে থানায় এনে বন বিভাগের তজুমদ্দিন শশীগঞ্জ বিটকে জানালে তারা আসে। পরে রাতেই তাদের কাছে হস্তান্তর করেছি।

বন বিভাগের তজুমদ্দিন উপজেলা শশীগঞ্জ বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, উদ্ধার হরিণটির চিকিৎসা লাগবে। চিকিৎসা শেষে হরিণটি বাগানে অবমুক্ত করা হবে।

 

আরবি/এসআর

Link copied!