বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

পিরোজপুরে চুরি ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৪:২৭ পিএম

পিরোজপুরে চুরি ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

পিরোজপুরের স্বরূপকাঠিতে চুরি ও গৃহবধুকে ধর্ষণের অভিযোগে হৃদয় হালদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

সেই মামলায় অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার দেখিয়ে পিরোজপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধুর স্বামী জানান, গত ২১ মার্চ গভীর রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামে রতন হালদারের ছেলে হৃদয় হালদার কোনো এক সুযোগে তাদের খাবারের সাথে চেতনা নাশক খাওয়ায়। পরে আমরা ঘুমিয়ে পড়লে ঘরের পেছনে সিঁধ কেটে প্রবেশ করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় হৃদয় আমার স্ত্রীকে বেদম মারপিট করে জোরপূর্বক ধর্ষন করে।

একপর্যায়ে আমার ঘুম ভাঙলে আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হৃদয় বখাটে হওয়ায় এবং লোক লজ্জার ভয়ে থানায় মামলা করিনি। কিন্তু হৃদয় অনবরত জীবন নাশের হুমকি দিতে থাকায় বিষয়টি এলাকাবাসীকে জানাই।

সোমবার সন্ধ্যায় স্থানীয়রা হৃদয়কে আটক করে গ্রাম পুলিশ দীপেন সরকারকে খবর দিলে তিনি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গেলে হৃদয়কে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, ভুক্তভোগী পরিবার লোকলজ্জার ভয়ে মামলা করতে ও যায়নি। কিন্তু হৃদয় প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিতে থাকায় এলাকাবাসী হৃদয়কে আটক করে আমাকে খবর দিলে আমি থানায় খবর দেই। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন, এঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরবি/জেডি

Link copied!