ভোলা মডেল থানার হাজতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ দাবি করছে হাজতে থাকা লোকটি ‘আত্মহত্যা’ করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম মো. হাসান। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি গ্রামে বসবাস করতেন।
গতকাল সোমবার প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন ভোলা সদর পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি গতকাল বেলা তিনটার দিকে এক প্রতিবেশীর বাড়িতে রেফ্রিজারেটরে মাংস রাখতে যান। এ সময় তার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
এরপর এলাকাবাসী তাকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর রাত আটটার দিকে থানা-হাজতে রাখা হয়। সেখানে রাত ১২টা ১৮ মিনিটে হাজতে থাকা জায়নামাজ দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন।
সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, থানার সিসিটিভির ফুটেজে তার আত্মহত্যার একটি দৃশ্য দেখা গেছে।
এছাড়া ধর্ষণের শিকার হওয়া গৃহবধূ এখন ভোলার একটি হাসপাতালে চিকিৎসাধীন।