বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ইমামকে রাজকীয় বিদায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৫:৫৫ পিএম

ইমামকে রাজকীয় বিদায়

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে ৪৪ বছর ধরে ঈদের নামাজ পড়ানো ইমাম মাওলানা আবুল হোসেনকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠ কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দিয়েছে।

সোমবার (৩১ মার্চ) উপজেলার নারহট্র ইউনিয়নের শিলকঁওর গ্রামে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে তাকে বিদায় দেওয়া হয়। এ সময় কমিটির সদস্যরা তাকে গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

জানা গেছে, ইমাম আবুল হোসেন বগুড়া পৌর সদরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালশা গ্রামের বাসিন্দ।

বিদায়ের আগে ইমাম আবুল হোসেন মুসল্লিদের উদ্দেশে বলেন, আমার বয়স হয়েছে। আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসায় আজ আমি ধন্য। আমি ৪৪ বছর আপনাদের ঈদগাহ মাঠের ইমাম হিসেবে খেদমত করার সুযোগ পেয়েছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাই সবার কাছে ক্ষমা ও দোয়া চাই।

পরে ঈদগাহ মাঠ কমিটির সদস্যরা গাড়িতে করে বিবিরপুকুর হয়ে বগুড়া নওগাঁ মহাসড়ক দিয়ে মোটরসাইকেল শোভা যাত্রায় বিভিন্ন শ্লোগান দিয়ে আবুল হোসেনকে তার গ্রামের বাড়ি পৌঁছে দেয়।

আবুল হোসেন ১৯৮১ সালে ওই ঈদগাহ মাঠের ইমাম হিসেবে নিযুক্ত হন। বিদায়ী ইমামের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠ কমিটির এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকসবাসী।

আরবি/জেডি

Link copied!