ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সুন্দরগঞ্জে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রামের নিজ শয়নঘর থেকে আন্না বেগম (৩৫) নামে এক গৃহ-বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আন্না বেগমের মৃতদেহের সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা যায়, দুই কন্যার জননী আন্না বেগম তালুকবাজিত গ্রামের আহম্মদ আলীর ছেল সাইফুল ইসলাম ওরফে বাবুর স্ত্রী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রূপচান্দ আলীর মেয়ে।

সৌদী প্রবাসী বাবু ৩ মাস আগে বাড়ি এসে পার্শবর্তী এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। এ নিয়ে সংসারে দ্বন্দ্ব-বিবাদ লেগেই থাকত। এরই জেরে একপর্যায়ে মঙ্গলবার (১ এপ্রিল) নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচানো আন্না বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

থানার সুন্দরগঞ্জ ওসি সেলিম রেজা জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আন্না বেগমের ভাই মতিয়ার রহমান তার ভগ্নিপতি বাবুসহ পরিবারের ৩ জনকে আসামি করে মামলা করেন।