ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

যশোরে ঈদ মেলার ফুচকা খেয়ে হাসপাতালে ৫০

যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে অভয়নগর উপজেলায় ঈদ মেলার ফুচকা খেয়ে একই পরিবারের ৩ জন সদস্য অসুস্থসহ প্রায় ৫০ জন গুরুতর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) অসুস্থদেরকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান- ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়ায় ঈদ মেলা বসেছিল। সেই মেলায় গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের ৩ জন অসুস্থ হন। এছাড়া ওই ফুচকা খেয়েপ্রায় ৫০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিরত আছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ফুচকা খেয়ে তারা ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।