জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-রংপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে রংপুরের মিঠাপুকুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা মমতাজ উদ্দীন বলেন, আমরা আওয়ামী লীগের পাশাপাশি, বিএনপির পাশাপাশি বা অন্য কোনো রাজনৈতিক দলের পাশাপাশি একটি রাজনৈতিক দল গঠন করে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি, খোলাফায়ে রাশেদীন দীর্ঘ ৩০ বছর যে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের জমিনে সে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, মুসলিম লীগ ইসলামের নামেই পাকিস্তান শাসন করেছিলেন। তখন মরহুম জিন্নাহকে জিজ্ঞাসা করা হয়েছিল পাকিস্তানের সংবিধান কি হবে? তিনি দ্বিরুক্তি নিয়ে জবাব দিয়েছিলেন- এটা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। কিন্তু তিনি কি পেরেছিলেন তা বাস্তবায়ন করতে?
তিনি বলেন, গত ১৫ বছর প্রকাশ্যে কথা বলতে পারিনি। আজ জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন।
জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা আমির আশাদুজ্জামান শিমুল বলেন, ২০১৩ সালে যখন আমি প্রথম গ্রেপ্তার হই পুরো আড়াই ঘণ্টা ধরে আমাকে পেটানো হয়েছিল। পরে দুজন কনস্টেবল কাঁধে করে আমাকে অন্য ঘরে যান। মনে হয়েছিল আল্লাহর রহমতে আমি কোনো নরম জায়গায় শুয়ে আছি। আমরা ইসলামি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এ নির্যাতনের বদলা নেব ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন, মিঠাপুকুর একটি আলোচিত উপজেলা, যেখানে ১২ শহীদের পাশাপাশি অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছেন। ইসলামি সমাজ প্রতিষ্ঠায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সামনে দেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তারা চায় ইসলামী দলগুলো একত্র হোক। কেন্দ্রীয়ভাবে আমাদের সংগঠন এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।
শহীদ ও গুনীজন সংবর্ধনায় মিঠাপুকুর উপজেলা আমির আশাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে মিঠাপুকুরের ১২ শহীদ, ৭ গুণীজন ও মো. তাওহীদ মিয়া নামে এক গাজিকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।