বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না’

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১০:২৬ এএম

‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না’

ছবি: রূপালী বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, সরকার গঠনের পরপরই আমরা দেশি-বিদেশি গণমাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাসের কবলে পড়ি। প্রচুর গুজবের ওপর ভিত্তি করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানা ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে। ভারত সংবাদ প্রকাশের নিয়মনীতি কোনো কিছুই মানেনি। তাদের সংবাদের মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ এরই মধ্যে ভেস্তে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্রই টিকবে না।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ফয়েজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া এলাকার বাসিন্দা।

তিনি বলেন, ভারতের সংবাদকে আমি সংবাদ বলছি না, তথ্য প্রকাশ হয়েছে মিথ্যা-গুজব। এ রকম ফেক নিউজ প্রচার হয়েছে, সেগুলোকে আমাদের মোকাবিলা করতে হয়েছে। ধীরে ধীরে সেই সংখ্যাটা কমেছে। এই সংখ্যাটা মিথ্যা এবং গুজব, দেশি অথবা বিদেশি গণমাধ্যমে বিশেষ করে বিদেশি গণমাধ্যমে কমে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মফস্বলের সাংবাদিকরা। আপনাদের (মফস্বল সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড় ধরনের ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে লেখা ভারতীয় সংবাদে স্থানীয় প্রশাসন, ভুক্তভোগীর কোনো বক্তব্য নেই। ঘটনা যাচাই-বাছাইয়ের কোনো ব্যাপার নেই। কলকাতায় বসে তাদের ধর্মীয় ও সংগঠনের নেতার বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবাদ প্রকাশ করা হয়। গুজব সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আসে। গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ। 

আরবি/জেডআর

Link copied!