বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

কুষ্টিয়ায় সড়কে মামা-ভাগ্নের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০১:৫৩ পিএম

কুষ্টিয়ায় সড়কে মামা-ভাগ্নের মৃত্যু

ছবিঃ রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

নিহতরা হলেন- মামা রাহাত ইসলাম পলাশ (৩০) ও ভাগ্নে ফাহিম অনিক (২৩)।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন এবং অনিক শহরতলীর কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন।  

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন  জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন মজমপুর থেকে চা খেয়ে মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া চিকিৎসাধীনে রাত আড়াইটার দিকে ফাহিম অনিক নামের আরও একজনের মৃত্যু হয়।

আরবি/জেডি

Link copied!