বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরায় মদপানে তিন বন্ধুর মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০২:০৯ পিএম

সাতক্ষীরায় মদপানে তিন বন্ধুর মৃত্যু

ছবিঃ রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সকালে তাদের মৃত্যু হয়। এ ছাড়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আরও ১০ জন।

মৃতরা হলেন— তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন রাতে কাদাকাটি গ্রামের মহাশ্মশানে ১৫ থেকে ১৮ জন বন্ধু মদপান করেন। এরপর একে একে তাদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। ভোরে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

আশাশুনি থানার ওসি নোমান হোসেন বলেন, বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

আরবি/জেডি

Link copied!