বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে স্কুল মাঠ দখলের অভিযোগ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৩:২২ পিএম

বিএনপি নেতার বিরুদ্ধে স্কুল মাঠ দখলের অভিযোগ

ছবিঃ রূপালী বাংলাদেশ

বরগুনায় বিএনপির ওয়ার্ড সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে আমতলী উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ উঠেছে। এছাড়াও সেখানে দোকান নির্মাণ করেছেন বলে অভিযোগ। ঈদের ছুটিতে পুলিশি বাধা উপেক্ষা করে দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে পুরনো একটি দোকান সরিয়ে ফেলেন বলেও বিদ্যালয় কর্তপক্ষের দাবি। 

জানা গেছে, উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহিদ মাস্টারের দুঃসম্পর্কের এক আত্মীয়ের কয়েক শতাংশ জমি ছিল স্কুলের খতিয়ানে। ১৯৯৬ সালে সেই জমি লিখিতভাবে স্কুলে দান করেন এবং ভবিষ্যতে আর দাবি করবেন না বলেও উল্লেখ করেন তার চাচা ফজলুল হক হাওলাদার।

সরেজমিনে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পরে জাহিদ মাস্টার তার দল বিএনপির প্রভাব দেখিয়ে স্কুলের জায়গা দখলের জন্য পায়তারা করতে থাকে। গত ২৯ মার্চ সাহরির পরে জাহিদ মাস্টার তার ভাই মিজানুর রহমান ও ভাতিজা মিঠু হাওলাদার সহ তাদের দলবল নিয়ে জোরপূর্বক বিদ্যালয় মাঠের মধ্যে ঘর নির্মাণ করেন। এছাড়া পাশেই মন্টু খানের ঘর ভাঙচুর করে রাস্তার উপর ফেলে রেখে সেখানে ঘর নির্মাণ করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে  ইউনিয়ন বিএনপির সভাপতিকে জানানো হয়। তিনি জাহিদ মাস্টারকে জোরপূর্বক ঘর তুলতে নিষেধ করেন। কিন্তু জাহিদ মাস্টার তার কথায় কর্ণপাত করেনি।

এ বিষয়ে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, জাহিদ মাস্টার লোকজন নিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করার সংবাদ পেয়ে বিষয়টি ইউএনও ও থানায় অভিযোগ করেছি।

পুলিশ  ঘটনার সত্যতা পেয়েছে। এবং ঘর নির্মাণ করতে নিষেধও করে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে জাহিদ মাস্টার দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে পুনরায় ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন বলে জানান মজিবুর রহমান।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্ব থাকা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন, আঠারোগাছিয়া বিদ্যালয় মাঠে ঘর নির্মাণের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতরের ছুটির সুযোগ নিয়ে ঘর নির্মাণ করার আরও একটি অভিযোগ পেয়েছি

তিনি আরও বলেন, বিদ্যালয় মাঠ দখল করে ব্যক্তিগতভাবে ঘর নির্মাণের সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমরা কাজ করতেছি। জমি-জমার কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/এসএমএ

Link copied!