বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল তরুণের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৩:৪৯ পিএম

ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল তরুণের

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অদূরে রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম কাইয়ুম (২৩)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ডিসের তারের সঙ্গে পেঁচিয়ে চারজন নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরবি/এসআর

Link copied!