বগুড়ায় মদপানে মাতলামি করে পুলিশের খারাপ ব্যবহার করায় শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক সাতমাথা থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রুহুল (৩০), নুরুল ইসলাম(২৮) ও হাবিব (২৮)।
জানা যায়, জেলা পুলিশের এক অফিসার তার স্বজনদের নিয়ে সাতমাথায় চা পান করার জন্য আসেন। চা পান করার শেষে তার ব্যবহৃত গাড়িতে ওঠার জন্য যায়, ঠিক সেই মুহূর্তে শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রুহুলতিন যুবক মদপান করে এসে ওই পুলিশ অফিসারের স্বজনদেরকে দেখে আজে বাজে মন্তব্য করলে, এক পর্যায়ে বাক বিতান্ডার সৃষ্টি হয়।
পরে পুলিশের সহযোগিতায় বগুড়া স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রুহুলসহ ৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি জানান, রাতে মদপান করে আহসান হাবিব রুহুলসহ তিন বন্ধু মাতলামি করছিল এবং মেয়েদের উত্ত্যক্ত করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :