বরগুনার বেতাগীতে অনৈতিক কাজে বাধা দেয়ায় মো. শিশির সিকদারের উপর হামলাকারী দৈনিক যুগান্তর বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম (ইরান) কে গ্রেপ্তারের দাবিতে বেতাগী সচেতন নাগরিকবৃন্দ বুধবার দুপুরে (২ এপ্রিল) পৌর শহরের বিষখালী চত্ত্বরে মানববন্ধন করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশিরের বোন শ্রাবণী হক বেলী শফিকুল ইসলাম ইরানের বিরুদ্ধে বেতাগী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়, বেতাগী গার্লস্ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দা জুয়েলী মনিকা এর
ছেলে তাহিম এর সাথে জনৈক আব্দুর রহমান এর মেয়ে রুশরা এর সাথে গত ৩১/০৩/২০২৫ তারিখ
সকাল অনুমান ৯টা দিকে রুশবা এর বাসার একটি রুমে অনৈতিক কার্যকলাপ করিতেছিল, যাহা আমার
ভাই দেখিয়া ফেলার কারনেই আমার ভাইকে বাসা হইতে তুলিয়া নিয়ে গিয়ে মারধর করিয়াছে।
বর্তমানে আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তাহাকে মারধর করায় তাহার শাররীক অবস্থা আশংঙ্কাজনক।
নির্যাতনের পর স্থানীয় জনসাধারণ শিশিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
নির্যাতনের প্রতিবাদে বেতাগী পৌর শহরে এলাকাবাসী বুধবার দুপুরে শফিকুল ইসলাম ইরানের বিরুদ্ধে মানববন্ধন করেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি`র
সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, উপজেলা বিএনপি`র যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম
সিদ্দিকী, উপজেলা জামায়েত ইসলামে সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না, উপজেলা বিএনপি`র যুগ্ম আহ্বায়ক রেজাউল
করিম খান নেছার, সাবেক কাউন্সিলর দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান কোয়েল সিকদার, সাবেক কাউন্সলির মেরী বেগম, ও ভুক্তভোগীর বোন শ্রাবণী হক বেলী।
মানববন্ধন সাবেক কাউন্সিলর মেরী বেগম বলেন, ইরান যুগান্তর পত্রিকার পরিচয় দিয়ে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্নস্থানে চাঁদাবাজী করতো, চাঁদা না পেলে তার বিরুদ্ধে নিউজ করতো।
উপজেলা বিএনপি`র যুগ্ম আহবায়ক রেজাউল করিম খান নেছার বলেন, `ইরান যুগান্তর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের ত্রানের টিন চুরি করেছে এবং চাঁদাবাজি করেছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান কবির বলেন, `আওয়ামী লীগের শাসনামলে ইরান আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতো, চাঁদাবাজিসহ সকল ধরণের অপকর্মের সাথে যুক্ত। তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে ভুক্তভোগী শিশিরের বোন শ্রাবণী হক বেলী অভিযুক্ত শফিকুল ইসলাম ইরানসহ ঘটনার সাথে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, `তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।