বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

দিল্লি থেকে যতই ষড়যন্ত্র হোক বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৫:৪৯ পিএম

দিল্লি থেকে যতই ষড়যন্ত্র হোক বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান- ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে ভারতের দিল্লিতে পালিয়ে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

তিনি এও বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশবিরোধী যতই ষড়যন্ত্রে লিপ্ত হোক, তিনিসহ খুনীদের বিচার করা হবেই।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই, দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে।’

এসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

আরবি/ফিজ

Link copied!