নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক দুই স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর পাড়ায় রাস্তা বন্ধ করা এবং লক্ষ্মীপুর গ্রামে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় শফিকুল মিয়া গাজীপুর পাড়ায় বস্তা ফেলে রাস্তা বন্ধ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেন এবং কাজ বন্ধ করতে বলেন।
এ নিয়ে বুধবার সকাল ৯টার দিকে শরীফ গ্রুপের সালাম মিয়া ও মোস্তাকিমের নেতৃত্বে আলী জাহান পক্ষে খাদেম মিয়ার বাড়িতে হামলা চালানো হয়।
পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে, যাতে অন্তত ৩৪ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সালাম মিয়া (৬২), মোস্তাকিম, সোগেরা আক্তার (২৪), পায়েম (৩২) ও শামীম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর গ্রামে জালাল মিয়ার ছেলেরা সাউন্ড বক্স বাজালে আক্তার মিয়ার ছেলে আশিক মিয়া বাধা দেন।
বাকবিতণ্ডার একপর্যায়ে আশিক মিয়া জালাল মিয়াকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার সকালে আক্তার মিয়া বাজারে এলে নতুন করে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়, যাতে ছয়জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন—ইমরান (৩২), আলু মিয়া (১৮), আক্তারের স্ত্রী ইদুমা (৫২), মুন্না (২২), মেহেদি হাসান (২৫), রহমতুল্লাহ (১৮) ও জালাল মিয়া (৬০)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :