বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ঈদ করতে এসে ধরা পলাতক আ. লীগ নেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৭:৫৩ পিএম

ঈদ করতে এসে ধরা পলাতক আ. লীগ নেতা

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (০২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া গ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান বলেন, হেদায়েতুল আলম রেজা হাটিকুমরুল হাইওয়ে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ, সলঙ্গা থানায় হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।

স্থানীয়রা জানায়, জুলাই অভ্যুত্থানের পর থেকে হেদায়েতুল আলম রেজা পলাতক ছিলেন। ঈদের দ্বিতীয় দিন সকালে পরিবারের সাথে দেখা করার জন্য তার ভাইয়ের বাড়িতে এসেছিলেন। সংবাদ পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

আরবি/এসএমএ

Link copied!