ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ ।
বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চা বিক্রেতার নাম আনারুল ইসলাম (৪৭)।
সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের আমের আলীর ছেলে। আটককৃতরা হলেন, ধুলিহর সানাপাড়ার লক্ষ্মণ চন্দ্র পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল।
নিহত আনারুল ইসলামের ভাই মনিরুল ইসলাম মনি জানান,তার ভাই আনারুল ইসলাম ব্রহ্মরাজপুর বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
একই সাথে সে এবার আট শতক জমিতে বোরো চাষ করে।
বোরো চাষের জন্য প্রতিবেশী লক্ষ্মণ পালের শ্যালো মেশিন থেকে চুক্তিভিত্তিক পানি নিত। বুধবার দুপর একটার দিকে জমিতে পানি কম দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে লক্ষ্মণ পালের স্ত্রী নমিতা পালের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।
ধাক্কাধাক্কির একপর্যায়ে নমিতা পাল লাঠি দিয়ে তার ভাই আনারুলের মাথায় আঘাত করে। এতে আনারুল মাটিতে পড়ে যায়।
এর পরে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আনারুল। এ ঘটনার পর লক্ষ্মণ পাল সহ তার স্ত্রী নমিতাকে আটক করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক( ওসি অপারেশান) সুশান্ত কুমার ঘোষ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :