নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থী মো. ফারুক (১৮) ঈদের ছুটিতে বন্ধুর পরিবারের সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর নিচে ঘুরতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
নিখোঁজ ফারুক নারায়ণগঞ্জ সিটি কর্পোরসনের সিদ্ধিরগঞ্জের সানারপার এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. আতিক হোসেনের ছোট ছেলে। সে ২০২৪ সালে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে। তবে এখনও কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি বলে জানায় তার সহপাঠী আফনাফ ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়।
আফনাফ জানায়, ঈদের ছুটি কাটাতে তার পরিবার নিয়ে এখানে আসে তাদের সঙ্গে তার বন্ধু নিখোঁজ ফারুক ও আসে। এখানে ঘোরাঘুরির একপর্যায়ে তারা মেঘনা নদীতে গোসল করতে নামলে হঠাৎ ফারুক নদীতে তলিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ২ এপ্রিল বুধবার বিকেল আনুমানিক ৫ টায়।
ফারুকের বাবা জানায়, তার ছেলে ভালো করে সাঁতার জানতো না। আশা তো ছেড়ে দিছি এখন যদি ছেলের লাশ পাই।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানায়,তারা তথ্য পাবার সঙ্গে নৌ পুলিশ কে অবগত করেছে। এ ঘটনায় গজারিয়া নৌ পুলিশ ইনচার্জ মোঃ মাহাবুব আলম জানায়,তাদের টিম পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সব অফিসার আবুল খায়ের জানায়, তারা ঢাকা থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দলসহ সেনারগাঁও থেকে ৭ জন উদ্ধার টিম দীর্ঘ ২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে রাত হওয়ার আজকের মতো অভিযান বন্ধ রেখেছে। কাল আবার উদ্ধার অভিযান শুরু করবে বলে জানায়।