বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্টে আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের পরিবারের পাশে দাঁড়ালেন দলটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়ার ধোপারহাট এলাকায় শহীদ জসিমের কবর জিয়ারত করেন এবং তার স্ত্রী মোসা. রুমা এবং কন্যা লামিয়ার হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী, বস্তুসামগ্রী ও আর্থিক অনুদান দেন তিনি।
শহীদ জসিমের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ পরিবারের পাশে আছি এবং থাকব। শহীদ কন্যাকে ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি হবে বলে তিনি আশ্বাস দেন।
এ ছাড়াও যেকোনো অন্যায় মেনে নেয়া যাবে না। অপরাধী যে-ই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে।
পরে পাংগাশিয়া আল মদিনা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান গাজীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী ।
আপনার মতামত লিখুন :